Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করলে ব্রুনাইতে মৃত্যুদন্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

কঠোর ইসলামী আইন কায়েম করে সারাবিশ্বে সমালোচনার জন্ম দিয়েছেন ব্রæনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। ইসলামি শিক্ষা কায়েম করার স্বার্থে তিনি দেশটিতে নানাবিধ গুরুদন্ডের বিধান চালু করেছেন। ধর্ষণ, ব্যভিচার, সমকামিতা, ডাকাতি এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অপমান বা অবমাননার জন্য মৃত্যুর বিধান রেখে শরিয়া আইন চালু হয়েছে ব্রæনাইয়ে। দেশটির নতুন এই আইন অনুযায়ী সমকামিতার অভিযোগে দোষী প্রমাণিত হওয়া ব্যক্তিদের পাথর ছুঁড়ে মৃত্যুদন্ড কার্যকর করা হবে। বুধবার থেকে কার্যকর হওয়া ব্রুনেই সরকারের কঠোর এই আইনে বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন মাত্রায় শাস্তির বিধান রাখা হয়েছে; যেমন- চুরি করার শাস্তি হিসেবে হাত-পা কেটে ফেলার বিধান রাখা হয়েছে। ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ বুধবার এক ভাষণে ইসলামি শিক্ষা ‘জোরদার’ করার প্রতি গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আমি চাই এদেশে ইসলামি শিক্ষা আরও শক্তিশালী হয়ে উঠুক। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহানবী (সা.)


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ