Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

কলারোয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৫

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১:১৫ পিএম

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ চারজন আহত হয়েছেন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা বাজারে তাদের উপর হামলার এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আবুল কালাম জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও পরাজিত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে তিনি নিজে সেখানে উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এ সময় লাল্টুর সমর্থকরা তার ওপর হামলা করে। হামলায় তিনিসহ আরও কয়েকজন আহত হন।
এদিকে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে কলারোয়া বাজারে এ ঘটনার প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সমর্থকরা সমাবেশ করেছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষে আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ