ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
তিন বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য ৭ লক্ষ টাকা ব্যয় করে একটি জেনারেটর ক্রয় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু আজ পর্যন্ত জেনারেটরটির বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এমন অবস্থায় বিদ্যুৎ চলে গেলেই বিপাকে পড়ছে গ্রন্থাগারে পড়তে আসা শিক্ষার্থীরা। তাই এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকারীদের সংগঠন ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। বুধবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি অধ্যাপক নুরুল আলম এর কাছে তারা এই স্মারকলিপি দেন। এই সময় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক হানিফ আলী উপস্থিত ছিলেন। স্বারকলিপিতে জেনারেটরের প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত বৈদ্যুতিক সংযোগের দাবি জানান তারা। পাশাপাশি গ্রন্থাগারের বিভিন্ন স্থানে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা ও পড়ার জন্য চেয়ার-টেবিল নেই দাবি করে দ্রুত এসব সমাধানে জোড় দাবি জানানো হয়। স্বারকলিপি দেওয়ার সময় প্রো-ভিসি অধ্যাপক নুরুল আলম ও গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক হানিফ আলী জানান, আমরা সবকিছু প্রস্তুত করে ফাইল ভিসির কাছে পাঠিয়ে দিয়েছি। এখন শুধু ভিসির সাক্ষর বাকি আছে। উপাচার্য বলেছেন কোষাধ্যক্ষের সাথে কথা বলে বিষয়টা সমাধান করে দিবেন। আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।