বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজদিখানে স্বাধীনতা মাসের সকল শহীদদের স্মরণে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। বুধবার সকালে ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। উপজেলা মোড় আলাউদ্দিন কমপ্লেক্সের হাসপাতাল কক্ষে সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত প্রায় ২ শতাধিক বিভিন্ন ধরনের রোগীকে তারা ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন।
হাসপাতালের পরিচালক ইকবাল হোসেন জানান, প্রতি বছর স্বাধীনতা মাসে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ ও রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম নয়। বাত-ব্যথা, চর্ম-যৌন, মা ও শিশু, নাক-কান-গলাসহ অনেক চিকিৎসক রোগী দেখছেন। এছাড়া রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক বিনামূল্যে পরীক্ষা করা হয়েছে।
এ সময় ডা. মো. আব্দুর রশিদ, ডা. দেবাশিষ কুন্ডু, ডা. হোসাইনসহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা সেবাদেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।