Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে বিদ্যালয়ের ফ্লোর ধসে আহত ৫

| প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১২:০১ এএম

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা: মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কাম লাইব্রেরী কক্ষের ফ্লোর ধ্বসে ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে রোববার সকাল ১০ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আহতরা হলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার সবিতা রানী, ইসলামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ এবিএম মহিউদ্দিন আল হোসানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম, কেয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা বেগম, কেয়াইন ইউপি সাবেক সদস্য নুরুল ইসলাম। অধ্যক্ষ্রে ডান পায়ের একটি আংগুল কেটেছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায় শনিবার দুপুরে ঐ কক্ষের কিছু অংশ ধ্বসে পরে যায়, তবে কোন হতাহত হয়নি। খবর পেয়ে উপজেলা সহকারি শিক্ষা অফিসার সবিতা রানী, ইসলামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ এবিএম মহিউদ্দিন আল হোসানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম, কেয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা বেগম, কেয়াইন ইউপি সাবেক সদস্য নুরুল ইসলাম রবিবার সকালে পরিদর্শণে যান। এ সময় আবার বেশ কিছু অংশ নিয়ে ধ্বসে পরলে তারা ৫/৬ ফিট গভীরে দেবে যায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম বালুতে চাপা পরেন। এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার সবিতা রানী জানান, ঘটনাস্থল পরিদর্শণ শেষে রুম থেকে বের হওয়ার পথে ঘটনাটি ঘটে, বালিতে চাপা পড়ায় প্রধান শিক্ষককে আমরা খুজেই পাচ্ছিলাম না।
উপজেলা উপ সহকারি প্রকৌশলী মো. মতিউর রহমান জানান, আমি পরিদর্শণ করে দেখলাম ড্রেনের পানি দীর্ঘদিন ধরে নীচে দিয়ে যাওয়ায় ফ্লোরের বালি সরে গিয়ে ফাঁকা হয়, তাই এ ঘটনাটি ঘটেছে। এখন ক্লাশ করা সম্ভব না, ঠিক ঠাক না করা পর্যন্ত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরাজদিখান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ