পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের পর বিভিন্ন স্থানে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আহত হয় ৩৫ জন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা নির্বাচনে একটি প্রতীকে ভোট দেয়ায় ২০টি বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। আহত হয় ১০জন। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং নান্দাইল উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী প্রার্থীর অনুসারীদের নেতৃত্বে পৃথক পৃথক ভাবে হামলা-ভাঙচুরে আহত হয়েছেন কমপক্ষে ৪জন। ভোলার তজুমদ্দিন উপজেলা নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ প্রার্থীর নেতা-কর্মীদের দোকান ও বাড়ি-ঘরে ভাঙচুর করা হয়েছে। বরগুনার বামনায় একটি সরকারি বাস ভবনে হামলা- ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমতলীতে বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে এমন চিত্র ফুটে উঠে :
ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং নান্দাইল উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী প্রার্থীর অনুসারীদের নেতৃত্বে পৃথক পৃথক ভাবে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪জন। মামলা হয়েছে উপজেলা যুবলীগের আহবায়কসহ ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে। আহতরা হলেন, নান্দাইল উপজেলার গাঙ্গাইল গ্রামের স্বপ্না রাণী (৫০) ও তার পুত্র ছোটন চন্দ্র সরকার (২৩), বাবু সরকার ও রুবেল মিয়া। নান্দাইল উপজেলারা গাঙ্গাইল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আশিষ জানায়, নৌকায় ভোট দেওয়ার কারণে বিজয়ী বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের নেতৃত্বে একদল অস্ত্রধারী আমার বাড়িতে হামলা করে ভাঙচুর করেছে। মারপিট করে আহত করেছে মা-ভাইকে।
এদিকে একই ধরনের ঘটনা ঘটেছে ঈশ্বরগঞ্জ উপজেলায়। গত রোববার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাটবাজারে পরাজিত বিদ্রোহী প্রার্থী বদরুল আলম প্রদীপের ব্যক্তিগত চেম্বার, বিএনপি কার্যালয়, বিএনপি নেতার বাসা ভবনে হামলা-ভাঙচুর তান্ডব চালিয়েছে বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী সুমনের অনুসারীরা।
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বলেন, ‘বিজয়ী চেয়ারম্যান সুমনের অনুসারীরা জয় বাংলা স্লোগান দিয়ে আমার বাসায় হামলা ভাঙচুর করেছে। এর আগে তারা বাসার ইট খুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল।’ তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী মাহমুদ হাসান।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার এসআই সজীব ঘোষ বলেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খায়েরকে প্রধান আসামি করে ২০ জনের নাম নাম উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী প্রদীপ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুই যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বামনা (বরগুনা) : বরগুনার বামনায় উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে ৬ জন পরাজিত প্রার্থীর সমর্থকরা আহত হয়। গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে বামনা থানায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোলা : ভোলার তজুমদ্দিন উপজেলা নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ প্রার্থীর নেতা-কর্মীদের দোকান ও বাড়ি-ঘরে ভাঙচুর ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. মোশারেফ হোসেন দুলালের সমর্থকদের বিরুদ্ধে। গত রোববার থেকে এ পর্যন্ত তিনটি হামলা, ভাংচুরের ঘটনায় পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রশাসন আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর দুই সমর্থককে আটক করে সহিংসতার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
স্থানীয় ও হামলার শিকার নেতাকর্মীরা জানান, রোববার সন্ধ্যার পর থেকে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র বিজয়ী প্রার্থী মো. মোশারেফ হোসেন দুলাল (আনারস) ৬ নং ওয়ার্ড কেন্দ্রে বিজয় লাভ করলে ইউপি সদস্য মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে বিজয় মিছিল বের করে। মিছিল নিয়ে আনারস প্রতীকের সমর্থকরা বাগানের খাল মাছঘাটে হামলা চালায়। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এখন পরিস্থিতি শান্ত আছে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ায় ২০টি বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত সোমবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এলাকাবাসী জানান, পরাজিত বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান কালাম সমর্থকরা বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকায় ২০ জনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর, আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার সময় বাঁধা দিতে গেলে হামলাকারীরা ১০জনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্বকভাবে জখম করে।। আহতদের মধ্যে নুরউদ্দিনের অবস্থা আশংকাজনক। তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত হাবিবুর রহমান হাবু মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত নই।
আমতলী (বরগুনা) : বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী আলহাজ গোলাম সরোয়ার ফোরকান ও পরাজিত প্রার্থী সামসুদ্দীন সজুর সমর্থকদের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।