বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২ কোটি ৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ( আর ডি এ ) ’র সাবেক ভারপ্রাপ্ত ডিজি আব্দুল মতিনসহ ৭ জনের বিরুদ্ধে শেরপুর থানায় দুদকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই মামলা দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক আমিনুর ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে- সরকারের পল্লী জনপদ প্রকল্পের জন্য বরাদ্দকৃত টাকা হতে ২ কোটি ৫ লক্ষাধিক টাকা আতœসাত করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলার অন্যান্য আসামীরা হলেন- বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মাহমুদ হোসেন খান, পরিচালক নজরুল ইসলাম খান, উপপরিচালক আবিদ হোসেন, উপপরিচালক শেখ শাহরিয়ার, সহকারী পরিচালক আরিফ হোসেন এবং হিসাবরক্ষক রুনিয়া ইসলাম রুমী।
মামলার বাদি বগুড়া দুর্ণীতি দমন কমিশনের সহকারী পরিচালক আমিনুর ইসলাম জানান , ২০১৮ সালে মামলাটির তদন্তভার লাভ করেন। ৪ মাস তদন্ত শেষে এই মামলা দায়ের করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।