পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় চাঁদপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো: আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশীদ আলম বিষয়টি জানিয়েছেন।
এর আগে সেলিম খানের করা জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শুনানি উপলক্ষে সকাল ১১টায় আদালতে হাজির হন সেলিম খান। বিকেলে শুনানির সময় নির্ধারিত হয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ‘বালুখেকো’ খ্যাত সেলিম খান। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহিনূর রহমান। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট মাহমুদ হোসেন জাহাঙ্গীর। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন খুরশিদ আলম। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তদন্ত প্রতিবেদনসহ জামিন শুনানির জন্য এদিন ধার্য করেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন। গত ১৮ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সেলিম খানকে দেয়া হাইকোর্টের ৪ সপ্তাহের জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। গত ১৪ সেপ্টেম্বর ৩৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সেলিম খানকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে চার সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।