Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ওজোপডিকোর বিতরণ কেন্দ্রে আগুন : ৩ সদস্য’র তদন্ত কমিটি

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ১২:৩০ পিএম

ঝিনাইদহ ওজোপডিকোর (ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী) বিদ্যুৎ বিতরণ উপ-কেন্দ্রে নিয়ন্ত্রণ কক্ষে আগুনের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওজোপাডিকো খুলনা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শফিক উদ্দিনের নির্দেশে সোমবার বিকালে এই কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক করা হয়েছে কুষ্টিয়া জোনের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আরিফুর রহমানকে। অন্যান্য সদস্যরা হলেন খুলনার উপ-বিভাগীয় প্রকৌশলী দেবাশিষ পাল ও কৈলাস কুমার দেবনাথ। গঠিত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের জন্য বলা হয়েছে। জানা গেছে, গত রোববার বেলা সাড়ে ৩ টার দিকে ঝিনাইদহ ওজোপডিকোর বিদ্যুৎ বিতরণ উপ-কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগে। ওই দিন বিকেল ৫ টার দিকে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনেন। রাত পৌনে ১১টা পর্যন্ত বিদ্যুৎ শুন্য ছিল ঝিনাইদহ সদর, শৈলকুপা, কালিগঞ্জ, কোটচাদপুর, মহেশপুর উপজেলাসহ গোটা অঞ্চল। বিকল্প ব্যবস্থায় ঘটনার দিন রাত ১১ টার পর থেকে জেলা শহরসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক হলেও এখনো পর্যন্ত পুরোপুরি ত্রুটি মেরামত হয়নি। ফলে দিনের বেলায় ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া করছে। আগুনের কারণ সম্পর্কে বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারনে ওজোপডিকোর বিদ্যুৎ বিতরণ উপ-কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে আগুনের সুত্রপাত। ঝিনাইদহ ওজোপডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র বলেন, বরিশাল থেকে দুইটি ফিডার প্যানেল এসে বসানো হয়েছে। তবে দ্রুতই গোটা জেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মোঃ শফিক উদ্দিন বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসার কারনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তদন্ত কমিটি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ