বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার উপর দিয়ে বয়ে যাওয়া আগাম কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বজ্রপাতে দুই শিশু মারা গেছে । সাঁথিয়া নাগরডমরা ইউনিয়নের ছোট পাখাইল নামক গ্রামে সোমবার সন্ধ্যার প্রাক্কলে শাকিল ও রঞ্জিতা বাড়ির কাছে খেলা করার সময় হঠাৎ ঝড় উঠে আসলে তারা দৌঁড়ে নিজ নিজ বাড়িতে যাওয়ার সময় বজ্রপাতে মারা যায়। নিহত শাকিল ঐ গ্রামের শাহীন আলীর পুত্র এবং রঞ্জিতা আবুল কালামের কন্যা । নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হারুণ-অর রশিদ তাদের পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেছেন।
অপরদিকে, ঝড়ে বিভিন্ন স্থানে নি¤œ আয়ের মানুষের প্রায় দেড় শতাধিক কাচা-ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ফলজ ও বনজ গাছ পালা ভেঙে গেছে। আমের কুড়ি, লিচু, চৈতালী ফসলের ক্ষতি হয়েছে। পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ক্ষতি নিরুপনের জন্য পাবনা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা শেখ সিরাজুল ইসলামকে নির্দেশ দিয়েছেন। ত্রাণ কর্মকর্তা জনান,
মাঠ পর্যায়ে উপজেলা ত্রাণ কর্মকর্তাগণ ক্ষতি নিরুপন করছেন। প্রকৃত ক্ষতি আজ সোমবার রাত ৮ টার মধ্যে পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।