বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইমারত নির্মাণ শ্রমিকরা সভ্যতার কারিগর। সভ্যতা নির্মাতা ইমারত নির্মাণ শ্রমিকদের শ্রমে ঘামে সু-উচ্চ প্রাসাদ তৈরী হচ্ছে কিন্তু নির্মাণ শ্রমিকদের বাসস্থান হয় বস্তিতে। বর্তমান সরকার নির্মাণ শ্রমিকদের শিল্প শ্রমিকের মর্যাদা দিয়েছেন। গতকাল রোববার নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব চট্টগ্রাম জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর নির্মাণ শ্রমিক নেতা শহীদুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইনসাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান। বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, ইনসাবের কার্যকরী সভাপতি মিজানুর রহমান বাবুল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।