Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনাগাজীতে পাউবো’র ভূমি দখল করে ইমারত নির্মাণ

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সোনাগাজী উপজেলা সংবাদদাতা ঃ সোনাগাজী উপজেলার ৫নং চর দরবেশ ইউনিয়নের ৮নং স্লুইস সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ভূমি ও খাল দখল করে ইমারত নির্মাণ করছে স্থানীয় ভুমিদস্য খ্যাত আবু আহম্মদ। জানা যায়, ১৯৬২ সালে স্লুইস গেট নির্মাণ করার সময় পানি উন্নয়ন বোর্ড উক্ত ভূমি অধিগ্রহণ করে। সরেজমিন জানা যায়, খাল সংলগ্ন অধিগ্রহণকৃত ভূমি ও খাল ভরাট করে ১২ শতক ভূমিতে ইমারত নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীর পক্ষে ব্যবসায়ী ইসমাইল হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ পেয়ে এসআই জহির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে সাময়িকভাবে নির্মাণ কাজ স্থগিত করেন। নির্মাণকাজ বন্ধ হলে ভূমিদস্যু আবু আহম্মদ ও তার পালিত জলদস্যুরা ইসমাইলকে অব্যাহত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। প্রাণভয়ে ইসমাইল বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনাগাজীতে পাউবো’র ভূমি দখল করে ইমারত নির্মাণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ