রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাট থেকে মুহাম্মাদ আবু মুসা: জয়পুরহাটের কালাই উপজেলার মসলেমগঞ্জ খাদ্য গুদামের সরকারি জায়গা দখল করে ইমারত নির্মাণ করছেন আওয়ামী লীগ নেতা মর্মে অভিযোগ উঠেছে। সরেজমিন স্থানীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান যে জায়গায় স্থায়ী ইমারত নির্মাণ করছেন, তা সরকারি খাদ্য গুদামের জায়গা। ওই জায়গা অবৈধভাবে দখল করে রীতিমত ইমারত নির্মাণের কাজ চলছে পুরুদমে। ওই জায়গায় দলীয় অফিস সম্প্রসারণ করা হবে বলে জানা যায়। এ ব্যাপারে উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম পিন্টু সরকার বলেন, জায়গাটি ব্যক্তি মালিকানার। সরকারি সম্পত্তি বলে তা রেকর্ডও হয়নি। নেতাকর্মীদের স্থান সঙ্কুুলান না হওয়ায় দলীয় কার্যালয়টি একটু সম্প্রসারণ করা হচ্ছে। উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল ফারুক নয়ন চৌধুরী জানান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলীয় কার্যালয় সম্প্রসারণের বিষয়টি তার জানার কথা। কিন্তু তিনি তা জানে না। উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী মÐল জানান, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের বসার জায়গা না থাকায়, তাদের কথা ভেবে খাদ্যগুদামের পতিত জায়গাতে বসার ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। এ ব্যাপারে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।