Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ১০ মাস পর রহস্য উদঘাটন ২জন গ্রেফতার

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১:৪২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ১০মাস পর মূল রহস্য উদঘাটিত হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোসাঃ শিউলী আক্তার ওরফে বিউটি আক্তার(২৫) ও মোঃ সাব্বির হোসেন(২৫)। আজ রোববার(৩১মার্চ) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে ওসি মোহাম্মদ শাহ জামান জানান,গত ৪জুন গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন তার স্ত্রী শিউলী আক্তারকে পরকীয়া প্রেমিক মোঃ সাব্বির হোসেনের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এসময় সাদ্দম হোসেন প্রেমিক সাব্বির হোসেনকে মারতে গেলে স্ত্রী শিউলী আক্তার ও প্রেমিক সাব্বির হোসেন তাকে শ্বাসরোধ করে হত্যা করে। কিন্তু স্ত্রী শিউলী আক্তার কৌশলে এই হত্যাকাণ্ডটিকে স্বাভাবিক মৃত্যু বলে এলাকায় প্রচার করে। ঘটনার পরের দিন নিহত সাদ্দাম হোসেনের সৎ ভাই মোঃ লিটন মিয়া(৫০) এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করলে লাশটি ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। গত ২৪মার্চ ময়না তদন্তের রিপোর্টে সাদ্দাম হোসেনের হত্যার প্রমাণ পাওয়া গেলে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। গত শুক্রবার রাতে শূভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে নিহত সাদ্দামের স্ত্রী শিউলী ও তার পরকীয় প্রেমিক সাব্বিরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। তারা আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়। নিহত সাদ্দাম হোসেন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাছের আড়ৎদার ছিলেন। সে দুই সন্তানের জনক। তার বাবার নাম মোঃ সুলতান মিয়া । গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দী থানার ষোলাপাড়া গ্রামে।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ