পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বনানীর এফআর টাওয়ারের অগ্নিকান্ডের ঘটনায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে আনা হয় সাতটি লাশ। তখনো লাশগুলোর পরিচয় অজ্ঞাত ছিল। মর্গের কর্মীরা লাশগুলো সাঁড়িবদ্ধ করে সাজাতে ব্যস্ত। ঠিক এমন সময় একটি লাশের পকেটে থাকা মোবাইল ফোন বেজে ওঠে। আর তাতেই মেলে নিহত একজনের পরিচয়।
মর্গ সূত্র জানায়, মোবাইল ফোন বেজে ওঠা ওই যুবকের নাম ফজলে রাব্বি (২৭)। এক সন্তানের এই জনকের বাড়ি নারায়ণগঞ্জের ভুঁইগড়ে। মর্গে রাব্বির ফোন বেজে উঠলে তা বের করে কথা বলেন লাশের সঙ্গে থাকা আঞ্জুমান মুফিদুল ইসলামের একজন কর্মী। ফোনের অপর প্রান্তে ছিলেন রাব্বির বড় বোন শাম্মী আক্তার। ফোনে শাম্মী আক্তার জানান, ফজলে রাব্বি দুর্ঘটনাকবলিত এফআর টাওয়ারের ১১ তলায় ইউরো সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
ঢামেকের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা জানান, এফআর টাওয়ারে আগুনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে যাদের লাশ ঢামেকে আনা হয়েছে, তাদের বেশিরভাগই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। ঢামেকের ফরেনসিক বিভাগের চিকিৎসক প্রদীপ বিশ্বাস বলেন, নিহতদের অধিকাংশই ধোঁয়ার আচ্ছন্ন হয়ে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। রাব্বির মৃত্যুও একইভাবে শ্বাস বন্ধ হয়ে হয়েছে বলে তারা ধারণা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটে। এতে ২৫ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া প্রায় শ’খানিক লোক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।