বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুই দিনের উত্তেজনাকর পরিস্থিতির পাশাপাশি গতকাল বৃহস্পতিবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণার মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিকেল ৫টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে সন্ধ্যা পর্যন্ত উত্তেজিত বেশীরভাগ ছাত্র-ছাত্রী হলে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করছিল। ক্যাম্পাসের সামনে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণে আসছে বলে রেজিস্ট্রার দাবি করেছেন।
গত বুধবার মধ্যরাতের পরে রেজিস্ট্রার ড. মোঃ হাসিনুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের পাশাপাশি বিকেল ৫টার মধ্যে সব ছাত্র-ছাত্রীকে হল ত্যাগের নির্দেশের কথা জানান। ভিসি বিশ্ববিদ্যালয় আইন-২০১৩’এর আওতায় তার ওপর অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করেছেন বলে জানান হয়। প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মত কোন অনাকাঙ্খিত ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করল কর্তৃপক্ষ।
গত ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভিসি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহুত এক সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের দাওয়াত না দেয়াসহ তাদেরকে ‘রাজাকারের বাচ্চা’ বলে কটুক্তি করার প্রতিবাদে ঐদিন থেকেই বিক্ষেভ শুরু হয়। ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাস অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনসহ ভিসিকে তার বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা প্রার্থনারও দাবি জানায়। গত বুধবারও ক্যম্পাসে দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বর্তমান ভিসি কোন জাতীয় অনুষ্ঠানে তাদের সম্পৃক্ত করেন না। কিছু ব্যাক্তি নিয়ে ‘গার্ডেন পার্টি’র আয়োজন করেন। এবারের স্বাধীনতা দিবসেরর অনুষ্ঠানেও ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত না করে তাদেরকে উল্টো কটুক্তি করেন ভিসি।
এঘটনায় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মুখে দক্ষিণাঞ্চলের বৃহত এ শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষনা করা হল। তবে বেশ কিছু ছাত্র-ছাত্রী আন্দোলন থেকে পিছ পা হবে না বলে জানিয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত বেশীরভাগ ছাত্র-ছাত্রীই ক্যাম্পাসে অবস্থান করছিল। বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসের সামনে অবস্থান করছে। বৃহস্পতিবার ক্যাম্পাসে কোন শিক্ষক যাননি, ক্লাসও হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।