Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২১ অক্টোবর

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

করোনা মহামারী কাটিয়ে দীর্ঘ প্রায় ১৮ মাস পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে ২১ অক্টোবর থেকে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেয়া হয়েছে। এক ডোজ ভ্যাকসিন গ্রহণকারীরা হলে উঠেছেন।

গতকাল রাতে বরিশাল বিশ্ববিদ্যলয়ের ভিসি প্রফেসর ড. মো. সাদেুকুল আরেফিন জানান, বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীকে ভ্যাকসিন প্রদানে সর্বাত্মক চেষ্টা চলছে। যাদের এনআইডি নেই তাদের যতদ্রুত সম্ভব তা প্রদানে নির্বাচন কমিশনের সাথে কথা চলছে বলেও জানান ভিসি। এনআইডি নেই এমন শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিনের আওতায় আনা যায় কিনা সে লক্ষ্যেও স্বাস্থ্য অধিদফতরের সাথে কথা চলছে। তবে পুরো বিষয়টি জাতীয় নীতিমালার ওপর অনেকটাই নির্ভরশীল বলে বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীরা দীর্র্ঘ ১৮ মাস পরে শিক্ষা প্রতিষ্ঠানটি খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা প্রিয় ক্যাম্পাসে ফেরার অপেক্ষায় বলে জানিয়েছে। পাশাপাশি যেকোনভাবেই অবিলম্বে সব ছাত্র-ছাত্রীকে ভ্যাকসিনের আওতায় আনারও দাবি জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল বিশ্ববিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ