Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভিসির পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিকী অনশন অব্যাহত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ৩:০৪ পিএম
ভিসির পদত্যাদের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিকী অনশন পালন অব্যাহত রয়েছে। টানা দশম দিনের মতো শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
শিক্ষার্থীরা জানান, যতদিন তাদের দাবি অনুযায়ী ভিসি পদত্যাগ না করবেন, ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করলে উপাচার্য শিক্ষার্থীদের কটূক্তি করেন। এই কটূক্তি প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে ২৭ মার্চ থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
 
গত ২৯ মার্চ ভিসি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে। এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওয়ায় তার পদত্যাগ দাবির একদফা আন্দোলন শুরু করেন তারা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ