Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুদকের গণশুনানিতে বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা চত্ত¡রে আয়োজিত দুর্নীতি দমন কমিশন-দুদকের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খানের উপস্থিতিতে এই গণশুনানী কার্যক্রম অনুষ্ঠিত হয়। গণশুনানীতে ভূমি অফিস, সাব-রেজিস্টার অফিস, স্থানীয় প্রকৌশলী, স্বাস্থ বিভাগ, বিদ্যুৎ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, সমাজসেবা, বিআরডিবি, নির্বাচন ও খাদ্য অফিস, থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলেন ভূক্তভোগীরা। এসব দপ্তরের বিরুদ্ধে মোট ৩০টি অনিয়ম-দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয় গণশুনানীতে। দুদক কমিশনার অভিযোগ শোনেন এবং দ্রুততর সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এজেড এম নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান। বিশেষ অতথি ছিলেন দুদকের প্রতিরোধ ইউনিটের পরিচালক মনিরুজ্জামান, রাজশাহী বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও ইউএনও সাবিহা সুলতানা।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, দুদক রাজশাহী সমন্বিত জেলা কর্যালয়ের উপ-পরিচালক বেনজির আহাম্মেদ, নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি অব. সহকারি শিক্ষক একরামুল হক, সদস্য আব্দুস সাত্তার ও সহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আওয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ