বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাকরিপ্রার্থী এক তরুণিকে যৌন হয়রানির ঘটনার বিচার এবং অভিযুক্ত নোয়াখালী সাইন্স এন্ড কমার্স কলেজের অধ্যক্ষ আফতাব উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে হয়রানির শিকার তরুণী।
বৃহস্পতিবার নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে হয়রানির শিকার তরুণী শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরণ করে। স্মারকলিপিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক একজন চাকুরীপ্রার্থী যদি যৌন নিপীড়নের শিকার হয়, তাহলে তার কাছে সেখানকার শিক্ষার্থীরাইবা কতোটা নিরাপদ। আবার শিক্ষা প্রতিষ্ঠানেরই প্রধান হিসেবে একজন যৌন-নিপীড়ক কীভাবে দায়িত্ব পালন করতে পারেন কিনা তাও প্রশ্ন সাপেক্ষ। তাই এই ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে শিক্ষা প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্মারকলিপি প্রদানের সময় হয়রানির শিকার তরুণীর সাথে জেলা নারী ফোরাম, জেলা আইন সহায়তা ট্রাস্ট ও ব্লাস্টসহ মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি চাকুরীপ্রার্থী এক তরুণীকে ফোনে ‘চাকুরি পাইয়ে দেওয়া ও ক্যারিয়ারে উপরে ওঠার জন্য শারিরীকভাবে ছাড় দেওয়া এবং তাতে রাজী হলে সেই তরুণীকে বিভিন্ন জনের কাছে পাঠানোর’ প্রস্তাব দেন’ নোয়াখালী সাইন্স এন্ড কমার্স কলেজের অধ্যক্ষ আফতাব উদ্দিন। পরবর্তীতে হয়রানির শিকার তরুণী ৭ মার্চ নারী দিবসে ফেসবুক লাইভে এসে পুরো ঘটনা তুলে ধরলে ভিডিও ভাইরাল হয় এবং সারাদেশ থেকে বহু মানুষ তাকে সংহতি জানায়। ইতোমধ্যে তরুণীটি অভিযুক্তকে আইনী নোটিশ পাঠিয়েছে এবং জেলার তরুণসমাজ ও মানবাধিকার কর্মীরা অভিযুক্তের বিচারের দাবিতে মানববন্ধন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।