পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছুটি না কাটিয়েই স্কোয়াড্রনে যোগ দিয়েছেন আলোচিত ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন। মঙ্গলবার বাড়ি না গিয়ে শ্রীনগরে তিনি তার কর্মস্থলে যোগ দিয়েছেন। ভারতীয় বিমানবাহিনী কর্তৃপক্ষের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া পাক-ভারত উত্তেজনা সময়ে এই ভারতীয় পাইলট ছিলেন খবরের শিরোনামে।
গত ২৭ ফেব্রুয়ারি ভারতের মিগ-২১ বাইসন যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে অভিনন্দনকে আটক করে পাক সেনারা। পাক কারাগারে ৫৮ ঘন্টা বন্দি থাকার পর অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান সরকার। এ ঘটনায় বিশ্বব্যাপী প্রশংসিত হন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানে আটককালীন অভিনন্দন পাক সেনাদের প্রশংসায় পঞ্চমুখ হলেও ভারতে ফিরে ভোল পাল্টান। পাক সেনার হাতে নির্যাতিত হয়েছেন বলে দাবি করেন তিনি। এর পর হাসপাতালে অনেকগুলো শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেত হয় অভিনন্দনকে। দু’সপ্তাহ ধরে এসব প্রক্রিয়া শেষে তাকে চার সপ্তাহের ‘অসুস্থতাজনিত ছুটি’ দেয় ভারতীয় বিমানবাহিনী কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অভিনন্দনকে তার চেন্নাইয়ের বাড়িতে গিয়ে পরিবারকে সময় দিতে পরামর্শ দিয়েছিলেন বিমানবাহিনীর জেষ্ঠ্য কর্মকর্তারা। তবে অভিনন্দন সে সুযোগ না নিয়ে যোগ দিয়েছেন শ্রীনগরের বিমানবাহিনী স্কোয়াড্রনে। সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, অভিনন্দনের চার সপ্তাহের এই অসুস্থতাকালীন ছুটি শেষ হলে গঠন করা হবে মেডিক্যাল বোর্ড। সেই বোর্ড তার শারীরিক পরীক্ষা করেই সিদ্ধান্ত নিবেন যুদ্ধবিমানের ককপিটে আবার অভিনন্দন বসবে কি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।