নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
হাতিরঝিল লেকে অনুষ্ঠিত হলো দিনব্যাপী স্বাধীনতা দিবস নৌকা বাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, সহ সভাপতি মোহাম্মদ মনিরুল আলম ও সাধারন সম্পাদক মো: খোরশেদ আলম সহ অন্যান্য কর্মকর্তারা। গ্রাম্য খেলা হিসেবে পরিচিত এবারের স্বাধীনতা দিবস নৌকা বাইচে এবারের নৌকা বাইচে পুরুষ বিভাগে ১১টি এবং মহিলা বিভাগে ৫টি দল অংশ নেয়। পুরুষ বিভাগে প্রথম হয় আলীনগর রোয়িং ক্লাব। দ্বিতীয় ও তৃতীয়স্থান পায় যথাক্রমে নিউ গাজী রোয়িং ক্লাব ও সিলেট নৌকা সমিতি। মহিলা বিভাগে টঙ্গী রোইং ক্লাব প্রথম, চুনকুটিয়া রোইং ক্লাব দ্বিতীয় ও আলীনগর রোইং ক্লাব তৃতীয়স্থান পায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান মাসুদ স্টীল ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. মাসুদুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।