Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান মন্ত্রীর উদ্যোগে ঘাঘর নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘাঘর নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আওয়ামীলীগ উপদেষ্টা ম-লীর সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহম্মেদ-এর সহযোগিতায় উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ ও ঘাঘর বাজার বণিক সমিতি যৌথভাবে এ অনুষ্ঠানের বাস্তবায়ন করেন। নৌকা বাইচের প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় আওয়ামীলীগ উপদেষ্টা ম-লীর অন্যতম সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান আল-হাজ্ব কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি হিসাবে প্রধান মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি আলহাজ্ব এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমান সরকার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কমল সেন, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার, মহিলা সভানেত্রী রাফেজা বেগম, বিশিষ্ট সমাজ সেবক দেবদুলাল বসু পল্টু, ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি যশোদা জীবন সাহা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল, সাবেক ছাত্রলীগ সভাপতি বাবুল হাজরা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্নু, বর্তমান সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আঃ হান্নান শেখ, নাদের আলী মিয়াসহ আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত বাইচ উপভোগ করতে বিভিন্ন অঞ্চল থেকে সকাল থেকে নানা বয়সের নর-নারী নদীর দু’পাড়ে ভিড় করে। নৌকা বাইচকে কেন্দ্র করে লাখ মানুষের মিলন মেলায় পরিণত হয়। দুর্গাপূজার বিজয়া দশমি উপলক্ষে দেবী বিসর্জন দেয় ঘাঘর নদীতে। নদীর দু’পাশে দোকানীরা মুড়ি-মুরকিসহ নানা ধরনের পসরা সাজিয়ে বসেন। নৌকা বাইচ শেষে প্রতিযোগীদের মাঝে ৭০টি রঙ্গিন টেলিভিশন উপহার প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান মন্ত্রীর উদ্যোগে ঘাঘর নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ