নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মিয়ামি ওপেনে আটবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। এবার টুর্নামেন্টের মাঝপথে নিজেকে সরিয়ে নিয়েছে তিনি। হাঁটুর চোটে পড়েছেন মার্কিন এ টেনিস ললনা।
মর্যাদার মিয়ামি ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আগে দাপুটে জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন সেরেনা। শুক্রবার ওই লড়াইয়ে সুইডিশ টেনিস কন্যা রেবেকা পেটারসনকে হারান তিনি। চলতি বছরে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়। সম্প্রতি চোট আর ফর্মের সঙ্গে যুদ্ধ করতে থাকায় টেনিস কোর্টে নিয়মিত হতে পারছেন না ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।
এদিকে মিয়ামি ওপেনে অঘটনের শিকার হয়েছেন নারীদের বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা খেলোয়াড় জাপানের নওমি ওসাকা। তৃতীয় রাউন্ডে তাইওয়ানের হেসেই সু-ওয়েইয়ের কাছে হেরে যান তিনি। তবে পুরুষ এককে ঠিকই জয় দিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছেন সুইস ম্যাস্ট্রো রজার ফেদেরার, ও ফেরার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।