Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মোদির বিরুদ্ধে লড়বে ১১১ কৃষক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ১২:০৭ এএম


নিজেদের বিভিন্ন দাবি নিয়ে স¤প্রতি দিল্লিতে টানা ১০০ দিনের বেশি বিক্ষোভ করেছেন তামিলনাড়–র কৃষকরা। এবার ভোটের ময়দানে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানাতে চলেছেন তারা। গতবারের মতো এবারও উত্তরপ্রদেশের বারানসি কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোদি। আর এই কেন্দ্রে নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী। এই কেন্দ্র থেকেই তামিলনাড়–র অন্তত ১১১ জন কৃষক মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন। তামিলনাড়–র কৃষক নেতা পি আয়াকান্নু জানিয়েছেন, বারানসিতে প্রার্থী হবেন রাজ্যের ১১১ জন কৃষক। তবে বিজেপির নির্বাচনী ইশতেহারে তাদের দাবি মেনে নেয়া হলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি। আয়াকান্নু বলেন, কৃষকদের প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি। এর মাধ্যমে বিজেপিকে বার্তা দেয়া হবে দাবি করে এই কৃষক নেতা আরও বলেন, আমরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে নেই। ক্ষমতায় আসার আগে আমাদের দ্বিগুণ আয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি এখনও দেশের প্রধানমন্ত্রী। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ