Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের গারো পাহাড়ে হাতির আক্রমণে কৃষক আহত

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ৫:৪৪ পিএম

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত পাহাড়ের গভীর জঙ্গলে লাকড়ী কাটতে গিয়ে বন্য হাতির আক্রমনে আব্দুল্লাহ(৪০) নামে এক কৃষক মারাক্তক ভাবে আহত হয়েছেন। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল্লাহ উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত আব্দুল্লাহ'র পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লাকড়ীর সন্ধানে নওকুচি পাহাড়ের ১১০৪ নং সীমান্ত পিলারের কাছে যায়। এসময় লাকড়ী কাটাবস্থায় ঝোপের ভিতরে লুকিয়ে থাকা বন্যহাতির দল আব্দুল্লাহকে আক্রমন করে। এতে আব্দুল্লাহ'র মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাক্তক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। আশপাশের লোকজন টের পেয়ে হাতির দলকে তাড়িয়ে দিয়ে আব্দুল্লাহকে দ্রুুত উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ'র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুল্লাহ মৃত্যুের সাথে পাঞ্জা লড়ছে।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ও বন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষক আহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ