বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কণ্ঠশিল্পী শাহনাজ রহমত উল্লাহর জানাযা আজ রোববার বাদ জোহর বারিধারার নয় নম্বর রোডের পার্ক মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানীতে সম্মিলিত সামরিক বাহিনীর কবরস্থানে আজই তাকে দাফন করা হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শাহনাজ রহমত উল্লাহ’র স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমত উল্লাহ।
গেল রাত সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহ। সংগীতশিল্পী শফিক তুহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শাহনাজ রহমত উল্লাহ’র মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক জানিয়ে পোস্ট করছেন ভক্তরা।
শাহনাজ রহমত উল্লাহ'র স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমত উল্লাহ ব্যবসায়ী, ছেলে এ কে এম সায়েফ রহমত উল্লাহ কানাডায় থাকেন, মেয়ে নাহিদ রহমত উল্লাহ থাকেন লন্ডনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।