মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। সেই রেশ টেনেই এবার তাকে দেখা গেল বিশ্বের সর্বোচ্চ ইমারত বুর্জ আল খলিফায়। গত শুক্রবার জাসিন্ডা আরডার্নের হিজাব পরিহিত একটি ছবি বুর্জ খলিফায় প্রদর্শিত হয়।
ছবিতে দেখা গেছে, আরডার্ন এক মুসলিম নারীকে জড়িয়ে সমবেদনা জানাচ্ছেন। এদিন গোটা বুর্জ খলিফাকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ছবিতে সজ্জিত করা হয়। গত সপ্তাহে ঘটে যাওয়া মুসল্লিদের ওপর নারকীয় হত্যাকান্ডের পর দেশটির মুসলমান ও অভিবাসীদের প্রতি নেয়া প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা ঘটনায় প্রধানমন্ত্রী জাসিন্দার ভূমিকার প্রশংসা করেই এমন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে একটি টুইট করেছেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। বুর্জ আল খলিফায় শোভিত জাসিন্ডার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মসজিদে সন্ত্রাসী হামলার পর গোটা বিশ্বের দেড়শ’ কোটি মুসলমানের প্রতি নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন যে সহানুভূতি প্রকাশ করেছেন তার জন্য তাকে ও তার দেশের মানুষকে ধন্যবাদ জানাই।
গত ১৫ মার্চ দেশটির দুটি মসজিদে অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্টের বর্বর হামলায় নিহত হন ৫০ জন নিরপরাধ মুসল্লি। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা ও মহানুভবতা প্রদর্শন করেন জাসিন্ডা। এক সপ্তাহে তিন দফা ক্রাইস্টচার্চে উড়ে গিয়ে সহানুভূতি প্রকাশ করে মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন তিনি। দিনটিকে নিউজিল্যান্ডের কালো অধ্যায় হিসেবে অভিহিত করেন তিনি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর হাদিস উদ্বৃত করে তিনি ইসলাম যে শান্তির ধর্ম তা সর্ব সাধারণের মাঝে প্রকাশ করেন।
আক্রান্ত মসজিদ আল নূরের আজান সম্প্রচার হয় দেশটির টেলিভিশন ও রেডিওতে।
ইসলামি আইন হিজাব পরিধান ও দেশটির পার্লামেন্টে কোরআন তেলাওয়াতসহ তার নেয়া স¤প্রীতি বৃদ্ধির বিভিন্ন কর্মকান্ড সারা বিশ্বে প্রশংসিত হয়।
বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোর নেতারা জাসিন্দার প্রশংসায় পঞ্চমুখ। ওই হামলার পর যেভাবে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন জাসিন্দা সেজন্য বিশ্বনেতাদের কাছ থেকে ধন্যবাদ পাচ্ছেন।
প্রশংসা এসেছে তুরস্ক থেকেও। ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘মুসলিমদের জন্য আরডান যে সহানুভূতি ও সংহতি দেখিয়েছেন সেটা বিশ্ব নেতাদের জন্য উদাহরণ হওয়া উচিত।’ সূত্র : ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।