পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের বিচ্ছিন্নতাকামী সংগঠন সাউদার্ন মুভমেন্ট বলেছে, আগামীকাল শনিবার তারা ইয়েমেন থেকে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা ঘোষণা করবে। দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে সংগঠনের নেতারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন। মাশহাদ আল-ইয়েমেনি ওয়েবসাইটের খবর অনুসারে, সুপ্রিম কাউন্সিল অব দ্য রেভ্যুলিউশনারি পিসফুল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অব দ্য সাউথ এর চেয়ারম্যান সালেহ ইয়াহিয়া সাইয়েদ বলেছেন, যেহেতু দক্ষিণের বেশিরভাগ এলাকা মুক্ত হয়েছে এবং দক্ষিণাঞ্চলীয় জাতীয় সামরিক বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে সে কারণে এখন সময় এসেছে ইয়েমেনের ঐক্য ভেঙে দেয়ার। তিনি জানান, আগামীকাল ২১ মে স্বাধীনতার দলিলপত্র প্রকাশ করা হবে। ১৯৯০ সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন ঐক্যবদ্ধ হওয়ার আগে বন্দরনগরী এডেন ছিল দক্ষিণ ইয়েমেনের রাজধানী। সাইয়েদ আরো জানিয়েছেন, নতুনভাবে গঠিত দক্ষিণ ইয়েমেন রাষ্ট্রের আওতায় থাকবে এডেন, আবিয়ান, লাহিজ, হাজারামাউত, মাহরা এবং সাবওয়া প্রদেশ। প্রতিটি প্রদেশ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে প্রেসিডেন্সিয়াল কাউন্সিল গঠন করা হবে। এছাড়া, অন্তর্বর্তী সরকারের জন্য আড়াই বছর মেয়াদি ন্যাশনাল কাউন্সিল গঠন করা হবে এবং এই কাউন্সিলের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, ইয়েমেনে বিরোধীদের দমনে গণগ্রেফতার চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। অস্ত্রের মুখে বিরোধী শিবিরের লোকদের ধরে নিয়ে বন্দিশালায় পুরছে তারা। এদের কাউকে কাউকে ব্যাপক নির্যাতনও করছে। এই দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বুধবার (১৮ মে) এ বিষয়ে সংবাদ করে বিশ্ব সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, অ্যামনেস্টি সাম্প্রতিক ৬০টি ঘটনা পর্যবেক্ষণ করে জানাচ্ছে বিদ্রোহীরা গণহারে গ্রেফতার ও তাদের সৈন্যবাহিনী অপহরণের ঘটনাও ঘটাচ্ছে। গণগ্রেফতারে শিকার লোকদের মধ্যে বিরোধী রাজনীতিবিদ ছাড়াও রয়েছেন সাংবাদিক, শিক্ষাবিদ এবং অধিকারকর্মীরা। রাজধানী সানা দখলের পর সরকারি বাহিনী ও সউদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করছে হুতিরা। দুপক্ষের সহিংসতায় ২০১৫ সালের মার্চ থেকে এ পর্যন্ত ৬ হাজার ২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। রেডিও তেহরান, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।