Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটপাড়ায় প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ

চার যুবকের বিরুদ্ধে থানায় মামলা

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ৭:৩৯ পিএম

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রতিবন্ধী নারী গণ ধর্ষণের শিকার হয়েছেন। 

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের ইমন, ফরিদ, আরিফ ও মোফাজ্জল একই ইউনিয়নের যাদবপুর গ্রামের এক প্রতিবন্ধী নারীকে বৃহস্পতিবার বিকালে সু-কৌশলে ডেকে নিয়ে কোনাপাড়া মোড়ে অবস্থিত মাওলানা কবীর আহম্মেদের পরিত্যাক্ত গো-ডাউনে পালাক্রমে গণধর্ষন করে। সন্ধ্যায় ধর্ষিতা সেখান থেকে বের হয়ে আটপাড়া থানায় গিয়ে রূপচন্দ্রপুর গ্রামের শাহজাহান খানের ছেলে ইমন খান (২০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে ফরিদ হোসেন (১৯), কমল মিয়ার ছেলে আরিফ মিয়া (২০) ও মৃত মতি মিয়ার ছেলে মোফাজ্জল হোসেনের (২১) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ