Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আজানের ধ্বনিতে মুখরিত নিউজিল্যান্ড

রাষ্ট্রীয় টেলিভিশন-রেডিওতে আজান সম্প্রচার, দুই মিনিট নীরব ছিল নিউজিল্যান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১০:৫৩ এএম | আপডেট : ৫:৩৪ পিএম, ২২ মার্চ, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পূর্ণ হলো আজ। এ উপলক্ষ্যে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন-রেডিওতে আজান সম্প্রচার করা হয়। এছাড়া দেশটিতে পালন করা হয়েছে দুই মিনিটের নিরবতা। বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
গত শুক্রবার হামলার শিকার দুটি মসজিদের একটি আল নুর মসজিদ প্রাঙ্গণে এদিন সমাবেত হয়েছিল হাজার হাজার মানুষ। শোক প্রকাশের এই হাজারো মানুষের সমাবেশে যোগ দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। মুসলিমদের প্রতি সংহতি জানাতে অন্য ধর্মের অনেক নারী হিজাব পড়ে সমাবেশে যোগ দেন।
শুক্রবার জুমার নামাজের জামাতের ইমাম গামাল ফাউদা বলেন, এই ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে কিন্তু আমরা ভেঙে যাইনি।
ইমাম বলেন, এক সপ্তাহ আগে জুমার নামাজের খুতবা দিয়েছি। আজ একই স্থানে দাঁড়িয়ে যখন চারপাশে তাকিয়েছি, তখন নিউজিল্যান্ড ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষের চোখে ভালোবাসা ও সহানুভূতি দেখতে পেয়েছি। এতে আরও লাখ লাখ মানুষের হৃদয় ভরে গেছে, যারা আমাদের সঙ্গে এখানে শারীরিকভাবে নেই, কিন্তু আত্মীকভাবে আছেন।
গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে স্বঘোষিত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ট্যারান্ট ব্রেন্টনের ভয়াবহ গুলিতে নিহত হন জুমার নামজ পড়তে আসা ৫০ জন মুসল্লি। এই ঘটনায় আহত হন আরো প্রায় অর্ধশত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ