Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আজ মুস্তাফিজের বিয়ে

ক্রিকেট দলে বিয়ের ধুম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ক্রাইস্টচার্চের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পরিবারকে বেশি সময় দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ফাঁকে এবার পারিবারিকভাবে বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার।

কিছুদিন আগে বিয়ের কাজটি সম্পন্ন করেছেন সাব্বির রহমান। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ দলের তিন ‘ম’। তারা হলেন মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও মুমিনুল হক। তিন তারকার বিয়ে নিয়ে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় চলছে নানা আলোচনা।

বয়সে বাকি দুইজনের চেয়ে কিছুটা ছোট হলেও আগে বিয়ে করছেন মিরাজ। গতকালই বিয়ের কাজটি সেরে ফেলেছেন এ অলরাউন্ডার। নিউজিল্যান্ডে থাকতেই মেহেদী হাসান মিরাজ দেশে ফিরে আকদটা সেরে ফেলার কথা জানিয়েছিলেন। কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেকদিন ধরেই অপেক্ষায় থাকলেও বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতির সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আকদ সেরে রেখেছেন। বিশ্বকাপের পরই ঘটা করে বাকি আনুষ্ঠানিকতা সারবেন উদীয়মান এই তারকা।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড থেকে ঢাকা ফিরে বিয়ের জন্য কেনাকাটা করে গ্রামে গেছেন এ কাটারমাস্টার। কনে শিমু মুস্তাফিজের মামাতো বোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। মুস্তাফিজের বিয়ের ব্যাপারে জানতে চাইলে তার বড় ভাই মোখলেসুর রহমান পল্টু বলেন, ‘শুক্রবার আকদ হবে। কেবলমাত্র খুব কাছের কিছু মানুষকে নিয়ে এ ঘরোয়া পরিবেশে আকদ আয়োজন করবো। পরে বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।’

এছাড়া, বিয়ের কথা আগেই জানিয়েছিলেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক। তবে আনুষ্ঠানিক তারিখটা গতকাল জানিয়েছেন তিনি। আগামী ১৯ এপ্রিল ধুমধাম করেই বিয়ে করবেন মুমিনুল। কনে ফারিহা বাশার, বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। মুমিনুল বললেন, বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছেন, ‘আমার বিয়ের খবর তো আপনারা জানেনই। আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশা আল্লাহ ১৯ তারিখে সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলব।’

বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে বিয়ে করলে ক্রিকেটাররা নিয়মানুবর্তী ও দায়িত্ববান হয়ে ওঠে। যা তাদের মাঠের ক্রিকেটে মনোযোগি হতে সাহায্য করে, ‘ভালো তো। বিয়ে করে ফেললে এক দিক দিয়ে ভালো হয়। অনেক ডিসিপ্লিন থাকা যায়। মাথার ওপর দায়িত্ব আসে। এতে করে খেলার প্রতি ক্রিকেটাররা দায়িত্ববান হয়, যেটা ক্রিকেটে সাহায্য করে। সেদিক থেকে বিবেচনা করলে এটা ক্রিকেটের জন্য ভালো। আমি ইতিবাচকভাবেই দেখি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ