Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে ৪ শতাধিক শিক্ষক বেতন ভাতা না পেয়ে বাড়ী ফিরলেন

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ৭:৪৪ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ী শিমলা বাজারস্থ অগ্রনী ব্যাংক শাখা থেকে এমপিও ভুক্ত ১৮টি মাদরাসার প্রায় ৪ শতাধিক শিক্ষক বেতন ভাতা না পেয়ে বাড়ী ফিরলেন। মালিপাড়া ইসলামিয়া আদর্শ দাখিল মাদরাসার সুপার মমতাজ আলী রাগবী, পাটাবুগা দাখিল মাদরাসার সুপার আইয়ুব আলী সহ অনেক মাদরাসার সুপার শিক্ষকগন জানান, ২১ মার্চ ছিল মাদরাসার শিক্ষকদের বেতন ভাতা উত্তোলনের ধার্যকৃত দিন। সকাল থেকেই ১৮টি মাদরাসার শিক্ষকরা ফেব্রুয়ারী মাসের বেতনের জন্য ব্যাংকে ধর্না দিয়ে বিকেলে খালি হাতে বাড়ী ফিরে। এ ব্যাপারে অগ্রনী ব্যাংক জামালপুর আঞ্চলিক শাখার সহ-ব্যবস্থাপক মোঃ মাসুদুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, বৃহস্পতিবার সকালেই সরিষাবাড়ী শাখায় জানিয়ে দেওয়া হয়েছে, পে স্লিপ জামালপুর শাখায় পৌছেছে। সরিষাবাড়ী শাখার ব্যবস্থাপক বেসরকারী শিক্ষকদের বেতন ভাতাকে গুরুত্ব না দিয়ে সারাদিন তিনি ব্যাংকের অন্য গ্রাহকদের লোন নিয়ে ব্যস্ত থাকায় শিক্ষকরা বেতন না পাওয়ার মুল কারন বলে জানা যায়। সরিষাবাড়ী শাখার ব্যবস্থাপক ইকবাল হাসান জানায়, শিক্ষকদের বেতন ভাতা দেওয়ায় আমার মুল কাজ নয়, জামালপুর শাখা থেকে আমার শাখায় পে স্লিপ দিলে তো আমি বেতন দিতে পারব। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যাংক গ্রাহক জানায়, বর্তমান ম্যানেজার গ্রাহকদের সাথে আন্তরিক নয়। ইতি পুর্বের ম্যানেজারেরা শিক্ষকদের বেতন ভাতার সময় এলে তা আন্তরিকতার সাথে দেখে শিক্ষকদের সহায়তা করতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষক

১৪ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ