Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষিত জনগোষ্ঠীর মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বর্তমান সরকার -আমির হোসেন আমু

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ৪:৩৯ পিএম

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, শিক্ষা জাতির মেরুদন্ড। যে দেশে যতো শিক্ষিত, সে দেশ ততো উন্নত। এজন্য বর্তমান সরকার শিক্ষিত জনগোষ্ঠীর মাধ্যমে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রি-ভোকেশনাল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবীণ রাজনীতিবীদ আমির হোসেন আমু বলেন, দেশ দ্রুত শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের অনেক দক্ষ কারিগর দরকার। এজন্য ছেলেমেয়েদের কারিগরী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৭০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল ইকরাম পিরুর সভাপতিত্বে সমাবেশে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমির হোসেন আমু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ