Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শরণখোলায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

শরণখোলা উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১০:৪৬ এএম

শরণখোলায় তিন দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সরকারী প্রাথমিক শিক্ষকরা। দাবীর মধ্যে রয়েছে প্রধান শিক্ষকের পরের ধাপের বেতন স্কেল প্রদান, সহকারী শিক্ষকের পদকে এন্ট্রি পদ ধরে যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে পরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতি প্রদান ও প্রাথমিক শিক্ষকদের নন-ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট কর্মচারীদের সমমর্যাদা ও সুযোগ-সুবিধা প্রদান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রেসক্লাব সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার কয়েক’শ শিক্ষক তাদের দাবী সম্বলিত রংবেরং এর ফেস্টুন, ব্যানার ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহন করেন। এসময় দাবীর প্রতি সমর্থন জানিয়ে বক্তৃতা করেন প্রধান শিক্ষক আলমগীর হোসেন, জাকির হোসেন, নজরুল ইসলাম, নাসির উদ্দিন মুক্তা, নান্না মিয়া, টি.এম মিজানুর রহমান, আমিনুল ইসলাম ও ছদরুল হাসান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানবন্ধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ