Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে উগ্রবাদী রুখে দিতে হবে : রাউজানে আল্লামা জসিম আবেদী

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

: রাউজান হলদিয়া ইউনিয়নে মাসিক বারাভী শরীফ, হযরত খাজা গরিবে নেওয়াজ (রহ.), ইমামে গাজী শেরে বাংলা (রহ.), হযরত এয়াছিন শাহ(রহ.)’র ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, জিকির মোনাজাত অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার রাতে আয়োজন করেন মাসিক বারাভী শরীফ ও খতমে খাজেগান পরিচালনা কমিটি। সর্তার পশ্চিমকুল সর্তাব্রিজ সংলগ্ন রহমানিয়া মসজিদে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা এয়াছিন মাইজভান্ডারী। প্রধান অতিথি ছিলেন উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক বিশিষ্ট লেখক গবেষক আলহাজ আল্লামা জসিম উদ্দিন আবেদী। মাওলানা মোজাম্মেল হোসাইনের সঞ্চালনায় প্রধানবক্তা ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন মাইজভান্ডারী। উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবারের সৈয়দ নেজাম উদ্দিন মাইজভান্ডারীর, খাদেম মাওলানা সোলাইমান চৌধুরী, ফটিকছড়ি খিরাম কাদেরীয়া মঈনিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল মালেক, জেবি নুরিয়ার শিক্ষক মাওলানা হাসান আলী, হাফেজ মাওলানা ওমর ফারুক, মাওলানা মুহাম্মদ শফি, হাফেজ মাওলানা কারী ওসমান গনি, হাফেজ ইয়াহিয়া, মাওলানা তাজ মুহাম্মদ রেজভী, যুবলীগ নেতা মুহাম্মদ জামাল উদ্দিন, শায়ের মাওলানা ওসমান গনি কাদেরী, মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ আলী, নুরুল আমিন চৌধুরী, রফিক চৌধুরী, জহুর মিয়া, সাহাব মিয়া, জামাল উদ্দিন, মুহাম্মদ আনোয়ার, আবু ইউছুফ জামলী, মাওলানা কাজেমি রেজা, সৈয়দ কপিল উদ্দিন, তহিদুল আলম, মাওলানা নঈমুল হক, জিয়াউল হক।
প্রধান অতিথি আল্লামা জসিম আবেদী বলেন, উগ্র খ্রিস্টানদের তৎপরতা বন্ধ করতে মুসলমানদের ঐক্যের ডাক দিয়ে তাদের উগ্রবাদী রুখে দিতে হবে। বিশ্ব মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকেছে আর বরদাস্ত করার সময় নেই। বারাভী শরীফ পরিচালনা করেন মাওলানা হাফেজ ওমর ফারুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ