বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নির্দেশনা পাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাব রক্ষক আফজাল হোসেনের খুলনার দুটি প্লট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) মুজগুন্নী আবাসিক এলাকার ৬৫১ ও ৬৫২ নম্বর প্লট দুটি ক্রোক করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন দুদকের কর্মকর্তারা।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসান জানান, ঢাকা থেকে আফজাল হোসেনের দুটি প্লট ক্রোকের নির্দেশ আসার পর তারা অভিযান শুরু করেন। খালিশপুর মৌজার মুজগুন্নী আবাসিকে আফজাল হোসেনের ৫ কাঠা ও ৩ কাঠার দুটি প্লট রয়েছে।
যার বর্তমান মূল্য কোটি টাকারও বেশি। প্লট দুটি বর্তমানে ফাঁকা পড়ে আছে। সেখানে সম্পত্তি ক্রোকের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। ক্রোকের আদেশের পর এসব সম্পত্তি কেনাবেচা করা যাবে না।
আদালতের আদেশে গত ১৬ মার্চ রাজধানীর উত্তরায় আফজাল হোসেনের ৫ তলা ও ৬ তলা দুটি বাড়ি ক্রোক করে দুদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।