Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মরক্ষায় এফ-১৬ ব্যবহারের অধিকার পাকিস্তানের রয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

পাকিস্তান আত্মরক্ষার জন্য যেকোন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ জঙ্গিবিমান ব্যবহারের অধিকার রাখে। সোমবার কূটনৈতিক সূত্রগুলো এ কথা জানিয়েছেন। কোন দেশের বিরুদ্ধে ফাইটারগুলো ব্যবহারের ব্যাপারে দেশটির উপর কোন বিধিনিষেধ নেই। সূত্রগুলো জানায়, পাকিস্তান সাজিয়ে রাখার জন্য এফ-১৬গুলো কেনেনি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের রিপোর্টে বলা হয়, কাশ্মীরের নিয়ন্ত্ররেখা লঙ্ঘনের দায়ে দুটি ভারতীয় জঙ্গিবিমানকে এফ-১৬ গুলি করে ভূপাতিত করার পর তিন সপ্তাহ পার হয়ে গেলেও এ বিষয়ে জানতে যুক্তরাষ্ট্রের কেউ পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেনি। ২৭ ফেব্রæয়ারির ডগফাইটে পাকিস্তান বিমান বাহিনী এফ-১৬ ব্যবহার করেছে বলে ভারত দাবি করে। তবে চলতি মাসের গোড়ার দিকে সিএনএন’র এক রিপোর্টে বলা হয় যে ভারতীয় মিগ-২১ জঙ্গিবিমান ভূপাতিত করার জন্য পাকিস্তান জেএফ-১৭ ব্যবহার করে থাকতে পারে। চীনা ডিজাইনের জেএফ-১৭ যৌথভাবে তৈরি করেছে চীন ও পাকিস্তান। রিপোর্টে বলা হয় যে একজন আমেরিকান কূটনীতিক তখন বলেছিলেন যে পাকিস্তান এফ-১৬ ফাইটার ব্যবহার করেছে কিনা তা ওয়াশিংটন জানতে চায়। রিপোর্টে বলা হয়, একটি ভারতীয় জঙ্গিবিমান ভূপাতিত করার কাজে এসব জেটের একটি ব্যবহার করা হয়ে থাকতে পারে। এরপর একজন ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান। ভারতীয় বিমানটি ছিলো একটি সোভিয়েত নির্মিত মিগ-২১। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ