Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীরবে দাঁড়িয়ে আজান শুনলেন নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ১১:৪৫ এএম

আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। নীরবে দাঁড়িয়ে তা শুনছেন শতাধিক ছাত্রছাত্রী। কারো মুখে কোনো কথা নেই। কারো নেই কোনো কাজের ব্যস্ততা। আজান শুনছে সব ধর্ম-বর্ণের মানুষ।

এভাবেই আজান শুনছিলেন নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টি ক্রাইস্টচার্চে। গত শুক্রবার ওই শহরেই দুই মসজিদে ঢুকে নির্বিচারে গুলি করে এক দুর্বৃত্ত। ওই হামলায় এখন পর্যন্ত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ওই হামলায় নিহতদের স্মরণেই ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী ওই আজান শোনে। এ-সংক্রান্ত একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শিক্ষার্থীরা নীরবে দাঁড়িয়ে ওই আজান শুনছেন আর আজানের প্রতি সম্মান দেখাচ্ছেন।

ভিডিওতে দেখা যায়, আজান চলার সময় নিজেদের মধ্যে একবারও কথা বলেননি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।



 

Show all comments
  • Safiullah ১৯ মার্চ, ২০১৯, ৩:৪২ পিএম says : 0
    Allah accept for muslim, ameen.
    Total Reply(0) Reply
  • Hasan Iqbal ১৯ মার্চ, ২০১৯, ৪:০৯ পিএম says : 0
    ইসলাম ধর্মের ব্যাপকতা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। অামীন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ