মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলিয়ার চরম ডানপন্থী এক সিনেটরের মাথায় ডিম ভেঙে রাতারাতি বিশ্বজুড়ে খ্যাতি পেয়ে যান উইল কনোলি। এরপর তার জন্য শুরু হয় চাঁদা তোলা এবং অনলাইনে একটি পিটিশন করা হয়, যাতে ওই সিনেটরকে বহিষ্কার করা হয় পার্লামেন্ট থেকে।
গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক সন্ত্রাসী হামলায় ৫০ জন মুসলিম নিহত হওয়ার পর সিনেটর ফ্রেজার অ্যানিং মুসলিমদের অভিবাসনকেই এজন্য দায়ী করেন।
এরপর এক সংবাদ সম্মেলনে ফ্রেজারের মাথায় ডিম ভাঙেন কনোলি। ওই সিনেটরও কনোলিকে কয়েকবার আঘাত করেন এবং তার বেশ কয়েকজন সমর্থক তাকে মাটিতে ফেলে দিয়ে চেপে ধরে রাখেন।
এ ঘটনার পর থেকে ‘এগ বয়’ হিসেবে নিজের পরিচয় দিচ্ছেন ১৭ বছরের কনোলি। পুলিশ এগ বয়কে ধরে নিয়ে গেলেও তার বিরুদ্ধে কোনো মামলা করেনি।
কনোলিকে আইনি সহায়তা দেয়ার জন্য অনলাইনে চাঁদা তোলা শুরু হওয়ার পর থেকে ৪২ হাজার ডলারেরও বেশি জমা হয়েছে।
তবে, যেই লোক এই চাঁদা তোলার আয়োজন করেছিলেন তিন বলেন, ‘কনোলি জানিয়েছেন এই টাকার বেশিরভাগই তিনি ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় হতাহতদের দিয়ে দিতে চান।’
টুইটারে কনোলি লেখেন, ‘ওই মুহূর্তটায় মানুষ হিসেবে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছিল। আমি সবাইকে জানাতে চাই, মুসলিমরা সন্ত্রাসী না এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। যারা মুসলিমদের সন্ত্রাসী মনে করে, তাদের মাথাও অ্যানিংয়ের মতোই ফাঁকা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।