Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলনের সম্মেলন

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে বারৈয়ারহাট গার্লস স্কুলের হলরুমে গত রোববার সন্ধ্যায় সম্মেলন অনুষ্ঠিত হয়। শরীফুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রেজাউল করিম, উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা সিরাজ মিয়াজী, আবদুর রহমান সুমন, সাইদুল ইসলাম সজিব, হানিফ মিয়া, ছাইফুর রহমান আজাদ, ফজলুল কাদের, আক্তারুজ্জামান প্রমুখ।
বক্তাগণ বলেন, ঈমানের পবিত্র কলেমার রেসালাত কেন্দ্রিক তাওহীদ ভিত্তিক জীবন চেতনা তথা সত্য ভিত্তিক অস্তিত্বের বিরুদ্ধে মিথ্যা আধার তথা নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদী জীবন চেতনা এবং ঈমানী আত্মা ও বস্তুবাদী আত্মা সম্পূর্ণ বিপরীত বিষয়। তিনি বলেন, সকল প্রকার বস্তুবাদী মতবাদ ঈমান-জীবন ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক শত্রæ।
বক্তাগণ আরো বলেন, দুনিয়াব্যাপী ঈমানী একাত্মতা ও মানবিক ভ্রাতৃত্ব গড়ে তোলার মাধ্যমে সকল প্রকার বাতেল জালেম অপশক্তির কবল থেকে দ্বীন-মিল্লাত-মানবতার পূণরূদ্ধারে পবিত্র কলেমার আলোকধারায় সত্যের মুক্ত প্রবাহ ও মুক্ত জীবনের সর্বজনীন মানবিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সাথে ঐক্যবদ্ধ হতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ