Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খারেজি সনদ স্বীকৃতি প্রত্যাহার করে সরকারী কর্তৃত্বে আনতে হবে

-বিশ্ব সুন্নী আন্দোলন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

ওহাবি মতবাদ ভিত্তিক খারেজি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রত্যাহার করে সরকারী কর্তৃত্বে আনার দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব সুন্নী আন্দোলন, ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক বিরাট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আল্লামা রায়হান রাহবারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে বক্তাগণ বলেন, ইসলামের মূল ধারার সম্পূর্ণ বিপরীত, ঈমান বিণাশী দ্বীন বিকৃতিকারী বাতিল ওহাবী মতবাদ ভিত্তিক খারেজি সনদের স্বীকৃতি ইসলামের বিরুদ্ধে এবং দেশ রাষ্ট্রের জন্য সুদুরপ্রসারী মারাত্মক ক্ষতিকর। তাঁরা বলেন, সরকারী সিলেবাস ও কেন্দ্রসমূহের সরকারী অনুমোদন ছাড়া কোন কর্তৃত্ব স্বীকৃতি পেতে পারেনা। তাঁরা আরও বলেন, ওহাবি-সালাফি-শিয়াবাদ-কাদিয়াদনী-মওদুদীবাদ ইসলামের নামে ঈমান বিনাশী বাতিল উগ্রবাদি বিকৃত মতবাদ। এসব মতবাদ জংগিবাদের ধারক ও ছাত্রদের জীবন ধ্বংসাত্মক ইসলাম ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। বিতর্কিত বিশেষ মতবাদের গোষ্ঠিগত কোন ধারাকে রাষ্ট্রীয় স্বীকৃতি সম্পূর্ণ অযৌক্তিক। সুন্নীয়তের প্রকৃত ধারা ছাড়া অন্য কোন মতবাদ ইসলামে নেই। বক্তাগণ আরও বলেন, ইসলামী হুকুমত-শরিয়ত ও জিহাদের ছদ্মনামে সন্ত্রাস-জংগীবাদ-উগ্রবাদ-পাশবতা-বর্বরতার মূলে রয়েছে উল্লেখিত মতবাদের আখড়াসমূহ। এসব গোমরাহী ­­আখড়ায় ইসলামের কোন আলেম তৈরি হয় না বরং শিক্ষার্থীদের ইসলামের বিকৃত অপব্যাখ্যার মাধ্যমে মানসিক বিকারগ্রস্ত উগ্রবাদী হিংস্র জীবে পরিণত করা হয়। বক্তাগণ বলেন, ইসলামের মূল ধারা থেকে বিচ্যুত এসব মতবাদ কোরআনুল করীম ও হাদীস শরীফের বিকৃত অপব্যাখ্যা। মানববন্ধনে দ্বীন, রাষ্ট্র ও মানবতার স্বার্থে দুর্ভাগ্যজনক এ স্বীকৃতি অবিলম্বে প্রত্যাহার করে, সরকারী কর্তৃত্বে এনে দ্বীন-দেশ ও ছাত্রদের রক্ষার ব্যবস্থার আহ্বান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ