মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার শিকার হওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য শোক প্রকাশ করেছে জাপান সরকার। গত শনিবার জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই সমবেদনা জানান। গতকাল রোববার তিনি সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডঃ একে আবদুল মোমেনকে কাছে বার্তা দেন।
বার্তায় তিনি বলেন, ‘জাপানের সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করছি। তাদের শোকগ্রস্ত পরিবারের প্রতি আমারা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদ কোন কারণে কিংবা পরিস্থিতিতেই প্রশ্রয় পেতে পারেনা। জাপান বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াতে এবং এই কঠিন সময় পাড়ি দিতে দৃঢ়সংকল্প প্রকাশ করেছে।’ সংবাদ বিজ্ঞপ্তি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।