Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের ডোমিনজ পিৎজার প্রথম রেস্টুরেন্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ডোমিনজ পিৎজা বাংলাদেশে এর প্রথম রেস্টুরেন্ট নিয়ে অফিসিয়ালি যাত্রা শুরু করেছে। গত সপ্তাহে ধানমন্ডিস্থ র‌্যাংগস ফরচুন স্কয়ারে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ডোমিনসের প্রথম রেস্টুরে›টের উদ্বোধন করা হয়। ডোমিনজ পিৎজা বাংলাদেশে জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড (জেএফএল) এবং গোল্ডেন হারভেস্ট কিউএসআর লিমিটেডের সাথে যৌথভাবে ব্যবসা পরিচালনা করবে। জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড (জেএফএল) ভারতের অন্যতম বৃহৎ খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এবং গোল্ডেন হারভেস্ট কিউএসআর লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য গোল্ডেন হারভেস্ট গ্রæপের ব্যবসায়িক সাবসিডিয়ারি। জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড এবং গোল্ডেন হারভেস্ট বাংলাদেশে যৌথভাবে জেভি নামে কাজ করবে। জেভি হচ্ছে জুবিল্যান্ট গোল্ডেন হারভেস্ট লিমিটেডের সংক্ষিপ্ত রূপ। ডোমিনজ পিৎজা বাংলাদেশে তাদের খাবার মেন্যুকে নতুনভাবে সাজিয়েছে। মেন্যুতে থাকছে ডোমিনজের আর্ন্তজাতিক বাজারে জনপ্রিয় সবগুলো পিৎজা পাশাপাশি দেশী ভোক্তাদের/গ্রাহকদের জন্য আছে দেশীয় স্বাদের পিৎজা। শীঘ্রই গ্রাহকেরা রেস্টুরেন্টে গরম গরম সুস্বাদু পিৎজা খাবার সুযোগ পাবেন, একই সাথে থাকছে ৩০ মিনিটের ভেতর হোমডেলিভারি দেয়ার ব্যবস্থা। ডোমিনজ পিৎজার মূল্যতালিকা শুরু হয়েছে ১৪৯ টাকা থেকে। এর ফলে মোটামুটি সকল শ্রেণী পেশার গ্রাহকেরাই ডোমিনজ পিৎজার স্বাদ গ্রহণের সুযোগ লাভ করবেন। হারি এস. ভার্টিয়া, কো-চেয়ারম্যান, জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড উদ্ভোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের জন্য প্রবল সম্ভাবনাময় একটি বাজার। আমরা গোল্ডেন হারভেস্টের সাথে যৌথভাবে এদেশে ডোমিনজ পিৎজা নিয়ে আসতে পেরে আনন্দিত। আমরা আশা করি, অল্প সময়েই গ্রাহকদের/ভোক্তাদের বিশ্বাস ও সন্তুষ্টি অর্জন করতে পারবো, সেই সাথে ব্যবসার পরিধিও দ্রæত বৃদ্ধি পাবে। উদ্বোধনী অনুষ্ঠান ও ব্যবসার সামগ্রিক দিক নিয়ে প্রতীক পটা, সিইও এবং হোল-টাইম ডিরেক্টর, জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ঢাকায় ডোমিনজ পিৎজার প্রথম রেস্টুরেন্ট উদ্ভোধন করতে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশী ভোক্তা/গ্রাহকদের কথা মাথায় রেখে বিগত ১২ মাস ধরে আমরা রেস্টুরেন্টের খাবার মেন্যু তৈরিতে অনেক গবেষণা ও অনুসন্ধান করেছি। ডোমিনজ পিৎজা রেস্টুরেন্টে আর্ন্তজাতিক স্বাদের পিৎজার পাশাপাশি মিলবে দেশীয় স্বাদের পিৎজা। রাজীব সামদানী, ম্যানেজিং ডিরেক্টর, গোল্ডেন হারভেস্ট গ্রæপ তার বক্তব্যে বলেন, জুবিল্যান্ট ফুডওয়ার্ক এর সাথে যৌথভাবে বাংলাদেশে ডোমিনজ পিৎজা রেস্টুরেন্টের যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। বিশ্বব্যাপী ডোমিনজ পিৎজা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। ডোমিনজ পিৎজা তার খাবারের মান ও ডেলিভারি সেবার মাধ্যমে কোটি গ্রাহকের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমরা আশা করি, বাংলাদেশেও ডোমিনজ পিৎজা গ্রাহকদের মন জয় করতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ