গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাত ছিনতাইকারী যুবক নিহত হয়েছেন। এ ঘটনা হান্নান (৩৭) নামে অপর এক ছিনতাইকারী আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ওসি জি জি বিশ্বাস জানান, মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটির পাশে রাস্তার মোড়ে কিছু ছিনতাইকারীরা প্রাইভেট কার নিয়ে অবস্থান করছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এসময় ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে অজ্ঞাতনামা এক ছিনতাইকারী নিহত হয়। এ ঘটনায় হান্নান (৩৭) নামে এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি জানান, এরা হচ্ছে প্রাইভেট কার নিয়ে ঢাকা শহরে ছিনতাই করে বেড়ায়। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, পিস্তলসহ চারটি চাপাতি উদ্ধার করা হয়। হান্নানকে গতকালকে গ্রেফতার করা হয়েছিল। তার দেওয়া তথ্য মতে রাতে অভিযান চালানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য সোহরায়ারর্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।