মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপ সত্তেও পাঁচ জাতিগোষ্ঠী ইরানের পরমাণু সমঝোতা ধরে রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার এক বিবৃতিতে একথা জানান। তিনি বলেন, আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠী ২০১৫ সালে পরমাণু সমঝোতা স্বাক্ষর করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুমোদন করে ওই সমঝোতাকে আন্তর্জাতিক সনদের মর্যাদা দেয়া হয়। কিন্তু মার্কিন সরকার ২০১৮ সালে ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে নিরাপত্তা পরিষদের সে প্রস্তাব লঙ্ঘন করে। এখন ওই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য রাশিয়াসহ অবশিষ্ট পাঁচ জাতিগোষ্ঠীর ওপর আমেরিকা চাপ সৃষ্টি করছে বলে জানান জাখারোভা। তিনি বলেন, কিন্তু এ চাপ উপেক্ষা করে পরমাণু সমঝোতায় অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া, চীন, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।