Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলা জজ ও সমপদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

জেলা জজ ও সমপদমর্যাদার ২২ কর্মকর্তার কর্মক্ষেত্র রদবদল করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে ইনকিলাবকে জানিয়েছেন তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম। এতে দেখা যায়, ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনকে ময়মনসিংহে; জামালপুরের জেলা জজ মো. সাইদুর রহমান খানকে কিশোরগঞ্জ; নেত্রকোনার জেলা জজ কে এম রাশেদুজ্জামান রাজাকে সিলেট; পটুয়াখালীর জেলা জজ আবু মো. আমীমুল এহসানকে নেত্রকোনা; খাগড়াছড়ির জেলা জজ রোকসানা পারভীনকে পটুয়াখালী; গাইবান্ধার জেলা জজ রাশেদা সুলতানাকে রংপুর; ঝালকাঠির জেলা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিককে যশোর; মাগুরার জেলা জজ শেখ মফিজুর রহমানকে সাতক্ষীরা; মেহেরপুরের জেলা জজ মোহাম্মদ গাজী রহমানকে ঝালকাঠিতে বদলি করা হয়। যশোরের জেলা জজ মো. আমিনুল ইসলামকে প্রেষণে ঢাকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক; শ্রম আদালতের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম হাওলাদারকে খুলনার দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক; খুলনার দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রব হাওলাদারকে জয়পুরহাটের জেলা জজ।
এছাড়াও জয়পুরহাটের জেলা জজ মমতাজ পারভীনকে ঢাকা প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর সদস্য; দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জালাল উদ্দিনকে পঞ্চগড়ের জেলা জজ; গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল ইসলাম জামালপুরের জেলা জজ; কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ এইচ এম মাহমুদুর রহমানকে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক; নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রোকনুজ্জামানকে ঢাকার নারী নির্যাতন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক; ঢাকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য মো. জাকির হোসেনকে মাগুরার জেলা জজ; নির্বাচন কমিশন সচিবালয়র যুগ্ম সচিব মো. সেলিম মিয়াকে ফরিদপুরের জেলা জজ; খুলনার বিভাগীয় বিশেষ জজ এস এম আবদুস সালামকে মেহেরপুর জেলা জজ; বান্দরবানের জেলা জজ লা মংকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা এবং আইন ও বিচার বিভাগের উপসচিব মো. সোহেল আহমেদকে ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বদলি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ