Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদোন্নতি পাচ্ছেন ১২৮ অতিরিক্ত জেলা জজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ৯:০৭ পিএম

সারাদেশে ১২৮ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশ অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতির সমন্বয়ে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় বিষয়টি অনুমোদন দেয়া হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভায় সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সূত্র জানায়, প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সময়মত এজলাসে ওঠা ও সর্তকতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করতে বলেছেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শপথ গ্রহণ করে দায়িত্ব নেয়ার পর এই প্রথম ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অতিরিক্ত জেলা জজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ