Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলা জজ হলেন ১৪ বিচারক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৭ এএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গত সোমবার এক আদেশের মাধ্যমে ১৪ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করেছে। একই সঙ্গে ৭ জেলা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত জেলা জজদের মধ্যে খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনকে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ), পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রণব কুমার দাসকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বিজিবির আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মিয়াজী শহিদুল আলম চৌধুরীকে ঢাকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের সদস্য হয়েছেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা জজ মো. হাফিজুর রহমানকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আহসান তারেককে রংপুরের বিশেষ জজ, ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খানকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক, রাজবাড়ীর অতিরিক্ত জেলা জজ মাফরোজা পারভীন ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক, বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুককে ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুর মিঞাকে টাঙ্গাইলের বিশেষ জজ, নরসিংদীর অতিরিক্ত জেলা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরীকে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হোসেনকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক, ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুপ কুমারকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহীন উদ্দিনকে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেয়া হয়েছে।
অপর আদেশে আইন ও বিচার বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়রা জজ) মো. ফজলে এলাহী ভূঁইয়াকে জেলা জজ পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি পরও তিনি আইন ও বিচার বিভাগের উপসচিব নিয়োগ পেয়েছেন।
৭ জেলা জজ বদলি
রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আক্তারকে মুন্সিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক করা হয়েছে।
এছাড়া কক্সবাজারের জেলা জজ মীর শফিকুল আলমকে রাজশাহী, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শফিউল আজমকে ব্রাহ্মণবাড়িয়ায়, ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিশেষ জজ মো. আতাবুল্লাহকে নরসিংদী, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের আইন উপদেষ্টা (জেলা জজ) সাঈদ আহমেদকে ফেনী, মুন্সিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খোন্দকার হাসান মো. ফিরোজকে কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ এ বি এম জহিরুল চৌধুরীকে শেরপুরের জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ