Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫৪তম জন্মদিনে নিজেকে বদলে ফেলেছেন আমির খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ৪:১৬ পিএম

গেল বৃহস্পতিবার (১৪ মার্চ) ৫৪তম জন্মদিন সেলিব্রেট করছেন লিউডের চকোলেট বয় মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। নিজের বান্দ্রার বাড়িতেই কেক কেটে জন্মদিন সেলিব্রেট করেন আমির। মিস্টার পারফেক্টশনিস্টকে শুভেচ্ছা জানাতে জন্মদিনের ওই পার্টিতে হাজির হয়েছিলেন বিভিন্ন অঙ্গনের মানুষেরা। এরমধ্যে আমিরের কাছের বেশ কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন। আর যারা পার্টিতে উপস্থিত হতে পারেননি তারাও প্রিয় বন্ধু, সহকর্মী এবং প্রিয় ব্যক্তিকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি। এরমধ্যে রয়েছেন বি-টাউনের অসংখ্য তারকা। শুধু তাই নয়, বলিউড তারকাদের পাশাপাশি ক্রিকেট মহলের তারকারাও রয়েছেন এই তালিকায়। সাবেক তারকা ক্রিকেটার সচিন টেন্ডুলকার চকোলেট বয়কে নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ার একাউন্টে দিয়েছেন স্টাট্যাস। সচিন নিজের সঙ্গে আমিরের একটি স্থিরচিত্র পোস্ট করে লেখেন, ‘আমার খুব ভালো বন্ধু আমির খানকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’
এদিকে সুপারস্টারের জন্মদিনের এ পার্টিতে উপস্থিত ছিলেন তার বর্তমান স্ত্রী কিরণ রাও। আমির ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিগত জীবন রেখেছিলেন অনেকটা গোপনীয় ভাবে। এটা কম বেশি সবারই জানা। তার প্রাক্তন স্ত্রী রিনা দত্তর সঙ্গে দীর্ঘ ১৬ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটেছে বেশ আগেই। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সুপাস্টারের কাছ থেকে কোনো উত্তর মেলেনি। যদিও সময়ে-অসময়ে বিভিন্ন সূত্র মারফাত প্রকাশ পায় রিনা-আমিরের সে বিবাহিত জীবন ও বিচ্ছেদ সম্পর্কে। শুরু থেকে ব্যক্তি আমিরের গোপনীয়তা বজায় রাখতে পারলেও এবারের জন্মদিনে ঘটেছে সম্পূর্ণ উল্টো। আমির ৫৪ বছর বয়সে এসে নিজেকে বদলে ফেলেছেন। তার প্রমাণ মিলেছে এই জন্মদিনের পার্টিতে। নিজেকে খোলামেলা ভাবেই জাহির করেছেন উপস্থিত সকলের সামনে। কেক কাটার পর প্রকাশ্যেই বর্তমান স্ত্রী কিরণকে চুম্বন করেন মিস্টার পারফেক্টশনিস্ট। এ নিয়ে উপস্থিত অনেকেই (আমিরের ঘনিষ্ট) মজা করে সুপারস্টারকে কথা শুনাতেও ভুল হয়নি। প্রকাশ্যে স্ত্রীকে চুম্বনের এ কান্ডে অনেকেই বলেছেন ৫৪তে এসে আমির ফিরেছেন ১৮ বছর বয়সে।
উল্লেখ্য, শোনা যাচ্ছে আমির ‘মহাভারত’ নিয়ে কাজ করতে চলেছেন। যদিও সে সম্পর্কে এখনো চুড়ান্ত কিছু জানা যায়নি। তবে তিনি ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘আমার পরের কাজের জন্য আমাকে অনেকটা রোগা হতে হবে। হাতে আরো দুটো কাজ রয়েছে। দুটোর জন্যই বেশ খানিকটা ওজন ঝরাতে হবে।’
এদিকে খবর রয়েছে খুব শীঘ্রই মাধুরী দীক্ষিতের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ চলচ্চিত্রের শুটিংয়ে দেখা যাবে সুপারস্টারকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমির খান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ